skip to content
Saturday, June 29, 2024

skip to content
HomeScrollজন্মদিনে দুবাই না নিয়ে যাওয়ায় স্বামীকে ঘুষি মেরে খুন তরুণীর

জন্মদিনে দুবাই না নিয়ে যাওয়ায় স্বামীকে ঘুষি মেরে খুন তরুণীর

পুলিশ রেণুকার বিরুদ্ধে আইপিসি ধারা ৩০২ এ একটি মামলা দায়ের করেছে

Follow Us :

পুনে: একটি মর্মান্তিক ঘটনায়, ৩৬ বছর বয়সী এক ব্যক্তি তাঁর স্ত্রীর জন্মদিন উদযাপনের জন্য স্ত্রীকে দুবাইতে (Dubai) নিয়ে যেতে অস্বীকার করায় তাঁর নাকে ঘুষি মারার পরে মারা যান। ঘটনাটি ঘটেছে শুক্রবার পুনের (Pune) ওয়ানাভদি (Wanavdi) এলাকার একটি অ্যাপার্টমেন্টে। নির্যাতিত ব্যক্তি নিখিল খান্না (Nikhil Khanna) একজন নির্মাণ শিল্পের ব্যবসায়ী, ছয় বছর আগে রেণুকার (৩৮) সঙ্গে প্রেম (Love Marriage) করে বিয়ে করেছিলেন।

ওয়ানাভদি থানার সিনিয়র পুলিশ অফিসারের মতে, ঘটনাটি শুক্রবার বিকেলে ঘটেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নিখিল রেণুকাকে তার জন্মদিন উদযাপন করতে দুবাইতে না নিয়ে যাওয়ায় দম্পতির মধ্যে ঝগড়া হয়েছিল। তাঁর জন্মদিন এবং বার্ষিকীতে তাঁকে দামি উপহার দেয়নি। পুলিশ আরও জানিয়েছে, দুজনের মধ্যে ধাক্কাধাক্কির সময় রেণুকা নিখিলের মুখে ঘুষি মারে। ঘুষির আঘাত এতটাই বেশি ছিল যে নিখিলের নাক ও কিছু দাঁত ভেঙে যায়। প্রচণ্ড রক্তক্ষরণে নিখিল জ্ঞান হারিয়ে ফেলেন। ইতিমধ্যে, পুলিশ রেণুকার বিরুদ্ধে আইপিসি ধারা ৩০২ এর অধীনে একটি মামলা দায়ের করেছে। এবং আরও তদন্তের জন্য তাঁকে গ্রেফতার (Arrest) করেছে।

আরও পড়ুন: কুমোরটুলি থেকে কফি হাউস, পার্বণ থেকে প্রেম

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular